Print Date & Time : 18 July 2025 Friday 4:25 am

মেহেরপুরে বিএনপির বিশাল পদযাত্রা

এক দফা দাবি আদায়ে বিএনপির দ্বিতীয় দিনের মতো এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১০ টার দিকে মেহেরপুর বিটিসির সামনে থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে মেহেরপুর কলেজ মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, হোটেল বাজার, বড় বাজার, কাথুলি মোড় থেকে ছহি উদ্দীন ডিগ্রী কলেজে গিয়ে শেষ হয়।

পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

এদিকে কর্মসূচি সফল করতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার নানা বয়সী মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

এর আগে, সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিটিসি’র সামনে গিয়ে অবস্থান নেন বিএনপি নেতা-কর্মীরা। তাদের সবার হাতে ব্যানার, প্ল্যাকার্ড ফেস্টুন দেখা গেছে। অনেকেই ধানের ছড়া হাতে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৯ জুলাই ২০২৩