মেহেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বণ্যার্ঢ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিশ্ব পরিবেশ দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, রিফাত জাহান,দেবাংশু বিশ্বাস,মেহেরপুর জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক আজিজুল ইসলামের বক্তব্যে প্লাস্টিক বর্জ্য সঠিকভাবে বিনষ্ট করার ব্যাপারে সকলের প্রতি আহ্বান জানান।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৫ জুন ২০২৩