Print Date & Time : 2 July 2025 Wednesday 5:27 pm

মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

টেকসই জীবনযাত্রায় ন্যায্য রূপান্তর প্রতিপাদ্যকে সামনে রেখে কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় গাংনী প্রেসক্লাবের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনী উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা র‍্যালিতে অংশগ্রহণ করেন এবং উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, ভোক্তা অধিকার সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে ন্যায্য ভোক্তা নীতি বাস্তবায়ন জরুরি।

মেহেরপুর জেলা ক্যাবের সভাপতি রফিকুল আলম সভাপতিত্বে আয়োজিত এ রেলিতে আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর ক্যাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, গাংনী ক্লাবের সভাপতি তৌহিদুর দৌলা রেজা, গাংনী উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম সহ স্থানীয় সাংবাদিক ও সাধারণ জনগণ।

বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ, টেকসই ভোগ্যপণ্য উৎপাদন ও ন্যায্য বাজারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, নকল ও নিম্নমানের পণ্য প্রতিরোধে সবাইকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।