Print Date & Time : 11 September 2025 Thursday 7:19 pm

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালির অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকাল ১০ টার  সময় জেলা শিক্ষকদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়াতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নুর,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন,পুলিশ পরিদর্শক আব্দুল আলিম।

আলোচনা সভা আগে  “শিক্ষকদের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়।জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে জেলা প্রশাসন চত্তর থেকে শুরু করে বাদ্যের তালে তালে র‍্যালিটি প্রধান সড়ক ঘুরে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়

হা/05/1024 dtbangla