মেহেরপুরের গাংনীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলার ভাটপাড়া গ্রামে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণের মধ্যে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। বনবিভাগের সার্বিক সহযোগিতায় ছেউটিয়া নদীর পাড়ে ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বারাদি অভিমুখে ৮কি.মি. বনায়নের লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি।
কুষ্টিয়া বনবিভাগ কর্মকর্তা এ এম মোহাম্মদ কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।
এসময় গাংনী সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস টি হামীম হায়দার,গাংনী উপজেলার বন সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৩ জুলাই ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post