Print Date & Time : 24 August 2025 Sunday 6:40 pm

মেহেরপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: তীব্র গরম থেকে বাঁচতে বৃষ্টির প্রার্থনা করে মেহেরপুরে ইস্তিসকার নামাজ পড়েছেন মুসল্লিরা।

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়

মাঠে দুই রাকাত ইস্তিসকার নামাজ আদায় করা হয়।

নামাজে মহান আল্লাহর কাছে মুসল্লিরা প্রার্থনা করে চলমান আবহাওয়া পরিবর্তন করে বৃষ্টির জন্য প্রার্থনা করেন।

এ সময় মাঠের কৃষক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও আপামর জনতা নামাজে অংশগ্রহণ করে তাপপ্রবাহ থেকে বাঁচতে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করেন।

নামাজে ইমামতি করেন জেলা ওলামা পরিষদের সভাপতি শফিকুল ইসলাম ও মোনাজাত করেন জেলা ইমাম সমিতির সভাপতি মোঃ রোকনুজ্জামান। 

রোজার পর থেকে মেহেরপুরে প্রতিদিনই প্রখর রোদ আর টানা তাপপ্রবাহের সঙ্গে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষসহ প্রাণিকুল।

এমন অবস্থা চলতে থাকলে জনজীবনের পাশাপাশি কৃষকের চাষাবাদের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ অবস্থা থেকে বাঁচতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান জেলা জাতীয় ইমাম সমিতি ও জেলা ওলামা পরিষদ।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ এপ্রিল ২০২৪