মেহেরপুর প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে ফসলের সাথে শত্রুতা বেড়েছে মেহেরপুরের গাংনীতে। গত এক মাস ৭ দিনে সাতজন কৃষকের কলা লাউ ও তামাক ক্ষেত বিনষ্ট করেছে দুবৃর্ত্তরা। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ অবস্থা চলতে থাকলে কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি দেখা দিতে পারে খাদ্যাভাব। পুলিশের কাছে ধর্ণা ধরেও কোন লাভ হচ্ছেনা কৃষকদের। তবে পুলিশ বলছে দুবৃর্ত্তদের আটকে চেষ্টা অব্যাহত রয়েছে।
জানা গেছে, গত ২০ জানুয়ারী গাংনীর বালিয়াঘাট মাঠের সাহজাহান আলী ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পার গোয়াল গ্রামের রহিদুল ইসলামের দুই কৃষকের ৬ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। এতে অন্ততঃ ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগি দুই কৃষক।
১৬ ফেব্রুয়ারী মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে তিন কৃষকের দুই বিঘা জমির কলা ক্ষেত কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। কৃষক সোহাগ সরদার, ইমরুল ও আমজাদ নামের তিন কৃষক সমন্বিত উদ্যোগে কলা চাষ করছিলেন। দুবৃর্ত্তরা রাতের আঁধারে সমস্ত কলাক্ষেত কেটে দেয়। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ভুক্তভোগিদের।
২২ ফেব্রুয়ারী রাতে গোয়াল গ্রামের রহিদুল ইসলাম জানান, ১১ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। এতে অন্ততঃ ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগি দুই কৃষক। তিনি লিজ নিয়ে বালিয়াঘাট মাঠে অন্ততঃ ৫০ বিঘা জমি চাষ করছেন। এর মধ্যে ১১ বিঘা জমিতে কলা চাষ করেছিলেন। ৬ বিঘা জমির প্রতিটি গাছের কলা বেশ পুষ্ট হয়ে উঠেছে। বাকি ৫ বিঘা জমির কলাগাছে কলা ধরেছিল।
২৩ ফেব্রুয়ারী রাতে বাঁশবাড়িয়া কলোনি মাঠে কৃষক কুদ্দুসের দুই বিঘা জমির লাউক্ষেত কেটে বিনষ্ট করেছে। জমি লীজ নিয়ে তিনি লাউ চাষ করেছিলেন। রাতের আঁধারে দুবৃর্ত্তরা এ ক্ষেত বিনষ্ট করে। এতে তার দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
২৪ ফেব্রুয়ারী রাতে উপজেলার চোখতোলা মাঠের কৃষক আশরাফুল ইসলামের দুই বিঘা জমির তামাক ক্ষেত কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। পূর্ব শত্রুতার জেরে দুবৃর্ত্তরা সমস্ত তামাক কেটে দেয়। এতে অন্ততঃ আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগি কৃষক।
একের পর এক ফসল তছরুপের ঘটনায় কৃষকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। কিছু কিছু এলাকার চাষিরা দলবদ্ধভাবে রাত জেগে পাহারা করছেন। আবার অনেক চাষি আর নিজে আবাদ না করে জমি লীজ দেয় পরিকল্পনা করছেন। এভাবে ফসল তছরুপের ঘটনায় এলাকায় খাদ্যাভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, ফসল তছরুপের ঘটনা দুঃখজনক। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশও দোষিদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকায় টহল জোরদারের কথাও জানান এই পুলিশ কর্মকর্তা।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৬ ফেব্রুয়ারী ২০২৪
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post