Print Date & Time : 21 August 2025 Thursday 7:04 pm

মেহেরপুরে বোমা,চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ইউনিয়ান বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৫৫) এর দোকানের সামনে থেকে দু’টি বোমা,চিরকুট ওকাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার সকালে গাংনী উপজেলার গোপালরগর বাজার এসবউদ্ধার করে। রবিউল ইসলাম রায়পুর ইউনিয়ান বিএনপির সাধারণ সম্পাদক ও গোপালনগর গ্রামেরআবুল কাশেম বিশ^াসের ছেলে।

রবিউল ইসলাম বলেন, প্রতিদিনের মত রাতে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলেযায়। আজ সকালে দোকান খুলতে এসে একটি প্লাস্টিকের ব্যাগে বোমা দেখতে পায়। 

স্থানীয়দেরসহযোগিতায় গাংনী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমা,চিরকটি ও কাফনের কাপড়উদ্ধার করে। তিনি আরো বলে, গত কিছুদিন আগে রায়পুর ইউনিয়ান পরিষদে প্যানেলচেয়ারম্যান বসানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে কথা কাটাকাটি হয়।সেই সূত্রতার জের ধরে আমাকে হত্যার হুমকি দেওয়ার জন্য আমার দোকানে বোমা,চিরকটি ওকাফনের কাপড় রেখে আসে আওয়ামী লীগের লোকজন ।

গাংনী থানায় উপ—পরির্দশক শিমুল বিল্লাহ্ জানান, ভয়ভীতি দেখানোর জন্যরায়পুর ইউনিয়ান বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের দোকানের সামনে বোমা সদৃশ্যবস্ত,চিরকুট ও কাফনের কাপড় রেখে আসে দুবৃর্ত্তরা। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছেবলে জানান তিনি।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৩ সেপ্টেম্বর ২০২৪