Print Date & Time : 22 July 2025 Tuesday 8:52 pm

মেহেরপুরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি বাগানপাড়া থেকে হাবিবুর রহমান (৫০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। নিহত হাবিবুর রহমান ওই এলাকার মৃত আব্দুল দলিলের ছেলে।

গাংনী থানার ওসি বাণী ইসরাইল জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।