মেহেরপুর প্রতিনিধি : ”স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃক্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি ” এ প্রতিবাদ্যে সারা দেশের ন্যায় মেহেরপুর বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
আজ সকালের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থান এসে শেষ হয়।
র্যালিটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক শামীম হাসান, এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিল। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান।
এদিকে মেহেরপুর গাংনীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৫ মার্চ ২০২৪