Print Date & Time : 12 September 2025 Friday 10:00 am

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেরপুরে গাংনীতে বুধবার দুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ অভিযানে দুই ব্যবসায়ীর কাছ থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোতীর্ণ পণ্য রাখার অপরাধে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে।

মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, গাংনী বাজারের ভাই ভাই স্টোর নামীও মুদি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় প্রতিষ্ঠান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও মেসার্স মঞ্জু সবজি ভাণ্ডারে মূল্য তালিকা প্রদর্শন না করা ও রশিদ না থাকায় ২০০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় এ জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে বিভিন্ন বাজারে সরকার নির্ধারিত দরে আলু, ডিম ও পেঁয়াজ কেনাবেচা হচ্ছে কিনা তা তদারকি কি করা হয়।

এসময় কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও র‌্যাব—১২ এর একটি টীম অভিযানে সহায়তায় করেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২০ সেপ্টেম্বর ২০২৩