মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে নিজের ২০ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা আসারুল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) রাতে গাংনী উপজেলার করমদি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত আসারুল ইসলাম ওই গ্রামের হাজী পাড়া এলাকার আইজ উদ্দিন মালিথার ছেলে।
ভুক্তভোগী তরুণী জানায়, গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ২টার সময় স্পর্শকাতর স্থানে স্পর্শ অনুভব করে মোবাইলের আলো জ্বালিয়ে দেখতে পায়, তার পিতা বিছানার পাশে বসে রয়েছে। এ সময় প্রতিবাদ করলে অভিযুক্ত পিতা জোরপূর্বক ধর্ষণ করে।
পরে বিষয়টি মাকে জানালে, মেয়েটিকে ছয় দিন ঘরে বন্দী করে রাখা হয়। অবশেষে বাড়ি থেকে পালিয়ে এসে গত ১৪ মার্চ গাংনী থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা (নং-১৭, তারিখ-১৪/০৩/২৫) রুজু হয়েছে। অভিযুক্ত আসারুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।