Print Date & Time : 21 August 2025 Thursday 3:12 pm

মেহেরপুরে রাস্তায় গাছ ফেলে ঘন্টা ব্যাপী ডাকাতি

মেহেরপুর প্রতিনিধি: ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা  মেহেরপুর-কুষ্টিয়া সড়কে রাস্তায় গাছ ফেলে ঘন্টাব্যাপী দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার শুকুর কান্দি নামক স্থানে। শনিবার ভোর রাতে ডাকাতের দল দূরপাল্লা যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন থামিয়ে পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। ডাকাতের অস্ত্রের আঘাতে আহত হয় দুইজন। 

এসময় একটি ট্রাক পালাতে গিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। তবে  সড়কে টহল না থাকা ও গাংনী থানা পুলিশের নিরব ভূমিকায় ডাকাতি ও ছিনতাই এর ঘটনা ঘটেছে বলে মনে করছেন ভুক্তভোগী ও সাধারণ মানুষ।  

ডাকাতের কবলে পড়া বেশ কয়েকজন জানান, রাত তিনটার দিকে সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসের গতিরোধ করে ডাকাতরা। ২০-২৫ জনের ডাকাত দলটি যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল লুট করে নেয় ডাকাতরা। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে বেশ কয়েকজন যাত্রী আহত হন।

একই সময়ে সড়কে চলাচলকারী বেশ কয়েকটি ট্রাক ডাকাতি করে তারা। এ সময় একটি ট্রাক পালাতে চেষ্টা করলে সেটি সড়ক থেকে ছিটকে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে আহত হন ট্রাকের চালক ছাতিয়ান গ্রামের সুমন ও তার সহকারি। ডাকাতি শেষে ডাকাতরা মাইক্রোবাস যোগে ঘিটনাস্থল ত্যাগ করে।

পরিবহন মালিক, শ্রমিক ও স্থানীয়রা জানান, সড়কে গাংনী থানা পুলিশের টহল না থাকা ছাড়াও পুলিশের নীরবতায় সন্ত্রাস চাঁদাবাজ ও ডাকাতরা মাথা চাড়া দিয়ে উঠেছে। গত ৩ অক্টোবর রাতে শুকুরকান্দির অদূরে আকুবপুর নামক স্থানে বাস ডাকাতির ঘটনা ঘটে। এরপরেও পুলিশ টহল জোরদার করেনি।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ডাকাতি কাজে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এহ/02/11/24/ দেশ তথ্য