আব্দুল আলিম, মেহেরপুর :নতুন বাইক আর কাঁচা হাতের চালক । শশুরের দেয়া মোটর সাইকেলে ঘুরতে যাচ্ছিলেন নব দম্পতি । নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরেই ছিটকে পড়লেন স্বামী স্ত্রী। হাসপাতলে নেওয়ার পর স্বামী আব্দুল জাব্বারকে (২৫) মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্ত্রী সামিয়া খাতুন (১৮) গুরুতর আহত বলে জানান চিকিৎসক। মেহেরপুরের গাংনীর কুঞ্জনগর মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। আজ মঙ্গলবার বিকেলে দুর্ঘটনার পর সন্ধ্যায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীর মৃত্যু হয়। ।
স্থানীয় সুত্রে জানা গেছে, গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল জাব্বারের সাথে হাটবোয়ালিয়া গ্রামের সামিয়া খাতুনের বিয়ে হয় তিন মাস আগে। বাড়ি থেকে মঙ্গলবার বিকেলে মোটর সাইকেলে ঘুরতে বের হন স্বামী স্ত্রী। কুঞ্জনগর মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারান জাব্বার। সড়কের উপরে দুজনে ছিটকে পড়ে রক্তাত্ব জখম হন তারা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জব্বার মৃত্যু বরণ করেন। তার স্ত্রী সামিয়া খাতুনের অবস্থা আশংকাজনক বলে জানান চিকিৎসক।
স্থানীয়রা জানান, আব্দুল জাব্বারকে তার শ্বশুর একটি পালসার মোটর সাইকেল উপহার দিয়েছেন। নতুন মোটর সাইকেলে চালানোর শিখছেন কয়েকদিন হলো। নতুন মোটর সাইকেল আর নতুন চালক তাই নিয়ন্ত্রণ হারানো স্বাভাবিক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post