Print Date & Time : 14 September 2025 Sunday 11:20 pm

মেহেরপুরে হাইস্কুল মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর হাইস্কুল মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে শহরের বড়বাজার মোড়ে টায়ার জ্বালিয়ে এ বিক্ষোভে অংশ নেন তারা।
এসময় শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন বিক্ষুব্ধ ব্যবসায়ী সমাজ।

বিক্ষোভ চলাকালে মেহেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রশাসনের পক্ষ থেকে মেলা বন্ধের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, জেলা প্রশাসনের অনুমোদনে হাইস্কুল মাঠে মেলার আড়ালে সার্কাস, হাউজি, জুয়া ও লটারির মতো অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তারা আরও দাবি করেন, জেলা প্রশাসক সিফাত মেহেনাজ এলআর ফান্ডে পাঁচ লাখ টাকা ‘নজরানা’ নিয়ে মেলার অনুমতি দিয়েছেন।

স্থানীয় অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যেও মেলা নিয়ে ক্ষোভ বিরাজ করছে। অভিভাবক সামসুল আলম বলেন, “আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। অথচ প্রশাসন স্কুল মাঠে মেলা বসিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলছে।

প্রথমে মেলার জন্য মেহেরপুর স্টেডিয়াম নির্ধারিত হলেও ক্রীড়াপ্রেমী ও ক্রীড়া সংগঠনের প্রতিবাদের মুখে স্থান পরিবর্তন করে হাইস্কুল মাঠে স্থানান্তর করা হয়।

ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, বাজারে এমনিতেই মন্দা চলছে। এরমধ্যে মেলার নামে বিশৃঙ্খলা তৈরি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। ব্যবসায়ী সমাজ এই মেলা চায় না।

এছাড়া, শুক্রবার মেলার খোঁজ নিতে গেলে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-এর নেতা রাকিবুল ইসলাম রিপন ও বাকাবিল্লাহ কয়েকজন ব্যবসায়ীকে লাঞ্ছিত করেন বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জেলা প্রশাসক সিফাত মেহেনাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।