মেহেরপুর প্রতিনিধি : নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী এবং স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে মেহেরপুরের গাংনী আমিন মিষ্টান্ন ভান্ডার থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
অভিযান সুত্রে জানা গেছে, আমিন মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি তৈরীর কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরী করে তা বিক্রি করা হয়। এছাড়াও কারখানা শ্রমিক ও মিষ্টি তৈরীর শ্রমিকরা স্বাস্থ্যবিধি অমান্য করে মিষ্টি তৈরী করেন। ভোক্তা অধিকার আইনে হোটেল মালিককে দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর-চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ।
অভিযানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সেপেক্টর মশিউর রহমান ও পুলিশের একটি দল।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৫ মে ২০২৪

Discussion about this post