মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদানের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ—২ প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে জেলার দুটি উপজেলায় ১৬২ টি পরিবারের হাতে ঘরের কাগজপত্র হস্তান্তর করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান , মেহেরপুর পুলিশসুপার নাজমুল হক,উপজেলা নির্বাহী ঁকাজী নাজিব হোসেনসহ বিভিন্ন কর্মকতার্রা অনুষ্ঠানে উপস্থিত ের্থকে প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের কাগজপত্র ও চাবি তুলে দেন উপকারভোগী মানুষের হাতে।
এদিকে গাংনী উপজেলায় দু’জন ভূমিহীনকে ঘর দেওয়া হয়। ভূমিহীনরা ঘরবাড়ি পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর জন্য তারা দোযা করেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ জুন২০২৪

Discussion about this post