Print Date & Time : 23 August 2025 Saturday 10:00 am

মেহেরপুরে ৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি

মেহেরপুর প্রতিনিধি: ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ লুটপাট, জনগণকে সেবা না দেওয়ার অভিযোগে মেহেরপুরের তিনটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ইউনিয়ন পরিষদগুলোর সামনে অবস্থান কর্মসূচি করেছে বিএনপির নেতা কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

 সকাল দশটার সময় মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয় বিএনপি’র নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

পরে সেখানে চেয়ারম্যান মোঃ শাহাজামান এর কার্যালয়ে তালা দিয়ে সচিবের হাতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য চাবি হস্তান্তর করা হয়। 

এদিকে বারাদি ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয় বিএনপি’র নেতা কর্মী ও সাধারণ জনগণ। 

এ সময় বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলামের পদত্যাগ দাবি করেন। অন্যদিকে শ্যামপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ অবস্থান নিয়ে শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানের পদত্যাগ দাবি করেন।

এ সময় বক্তারা বলেন, অবৈধভাবে ক্ষমতায় এসে এসব চেয়ারম্যানেরা দুর্নীতির মাধ্যমে অর্থ লুটপাট করেছে। জনগণকে তার ন্যায্য সেবা দেয়নি। তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি করেন তারা।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৮ আগষ্ট  ২০২৪