মেহেরপুরে চক্ষু রোগীদের ফ্রি চক্ষু সেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার মেহেরপুর শহরে স্টেডিয়াম পাড়ায় মক্কা চক্ষু হাসপাতালে দিন ব্যাপি এ চক্ষু সেবা প্রদান করা হয়। চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বাংলাদেশ অ লের কান্ট্রি ডাইরেক্টর ড. আহমেদ তাহের হামিদ। মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম এসময় সেখানে উপস্থিত ছিলেন। চক্ষু সেবা ক্যাম্প থেকে প্রায় ৫ শতাধিক চক্ষু রোগী দেখার পাশাপাশি তাদের বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়।
এছাড়াও তাদের মাঝ থেকে প্রায় ১ হাজার রোগী বাছায় করা হয় যাদের বিনা মুল্যে চোখের ছানি অপারেশন করা হবে। বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রান কেন্দ্র সৌদি আরবের অর্থায়নে এবং আল বাশার ইন্টার ন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ অ লের বাস্তবায়নে ৪র্থ বারের মত এই বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২১ জুলাই ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post