Print Date & Time : 23 August 2025 Saturday 10:46 pm

মেহেরপুরে ৯ কেজি  গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ৯ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

আজ মঙ্গলবার ভোরে তাদের আটক করে। আটককৃতরা হলো,কুষ্টিয়া জেলার  দৌলতপুর উপজেলার বাহিরমাঝি গ্রামের আব্দুল হান্নান জোয়ারদারের ছেলে রবিউল ইসলাম(৪০) ও আজিজুল সর্দারের ছেলে সজীব সর্দার(৩৬)।

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম জানান, গাংনী উপজেলার মহেশপুর ডোবা পাড়া এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা সহ রবিউল ইসলাম ও সজীব জোয়ারদার কে আটক করে।

 মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি টিভিএস স্ট্রাইকার গাড়ি আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৬ জুলাই ২০২৪