মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ১১ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
বরিবার (১২ নভেম্বর) বিকাল ৫ টায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাম ফলক উন্মোচন করেন।
উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবা জনগণের একেবারে দোর গোড়ায় পৌঁছে দিয়েছে।
আধুনিক যন্ত্রপাতি দেওয়া হচ্ছে হাসপাতাল গুলোতে। এখন আর চিকিৎসার জন্য অন্য জেলায় বা অন্য দেশে তেমন একটা যাওয়ার প্রয়োজন হচ্ছে না। কমিনিটি ক্লিনিক গুলো ৩২ রকমের ওষুধ বিনামূল্যে সরবরাহ করে সরকার। জেনারেল হাসপাতালে দামি ওষুধও সরবরাহ করা হচ্ছে সমাজসেবা অফিসের মাধ্যমে। আওয়ামী লীগ সরকার জনবান্ধন সরকার।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শামীম হাসান, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি আবুল বাসার, পাবলিক প্রসিকিউটর পল্লব ভাট্টাচার্য, চেম্বার অব কর্মাসের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, বিএমএ’র সভাপতি ডা. আবু তাহের, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধঁন প্রমুখ।
উল্লেখ্য, মেহেরপুর গণপূর্তের তত্বাবধানে প্রায় ৭৬ কোটি টাকা ব্যায়ে ১১ তলা নতুন ভবন নির্মাণ করা হয়। ২৫০ শয্যার হলেও নতুন ভবনে প্রায় ১ হাজার ধারণ ক্ষমতা রয়েছে। এছাড়াও একই দিনে ৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত চার তলা বিশিষ্ট সার্ভিস ভবনেরও উদ্বোধন করা হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ নভেম্বর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post