মেহেরপুর থেকে আঃ আলিম :মেহেরপুর জেলা প্রশাসকের সরকারি মোবাইল ফোনের সীমকার্ড হ্যাক করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করেছে একটি হ্যাকার চক্র।
এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির জহির উদ্দীন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় সোমবার (৭ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১০ টার সময় একটি সাধারণ ডাইরি (জিডি) করেন। সাধারণ ডায়েরী নং ৩২৬, তারিখ ০৭/০২/২০২২ ইং।
মেহেরপুর সদর থানার ওসি তদন্ত মোঃ সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সাধারণ ডায়েরিতে জহির উদ্দীন উল্লেখ করেন, ৭ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬.৪৫ মিনিটের সময় জেলা প্রশাসকের ব্যবহৃত সরকারী মোবাইল ফোনে ০১৭০৮-৪১০০০০ নং থেকে জেলা প্রশাসকের গাড়ি চালক মোমিন হোসেনের ব্যবহৃত (মোবাইল নং ০১৭১৬-৫৫৫১৩২)কাছে দুই হাজার টাকা ০১৯৪৪ ০৬৩৯৭৫ মোবাইল নং এ বিকাশ করতে বলেন। গাড়ি চালক কোনো কিছু না বুঝেই জেলা প্রশাসক ভেবে দুই হাজার টাকা দিয়ে দেন। এরপর হ্যাকার চক্র জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আরো কয়েকটি মোবাইল ফোনে কল দিয়ে দুই হাজার টাকা দেওয়ার জন্য বলে। রাতে জেলা প্রশাসককে টাকা পেয়েছেন কিনা জানতে চান গাড়ি চালক মোমিন হোসেন। পরে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান তাকে বলেন আমি তো তোমাকে টাকা পাঠাতে বলিনি। পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে নাজির জহির হোসেন জিডি করেন।
সদর থানার তদন্ত ওসি মোঃ সাজেদুর রহমান বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে হ্যাকারকে খোঁজার চেষ্টা করা হচ্ছে।
মেহেরপুর জেলা প্রশাসক ড.মুনসুর আলম খান বলেন, এমন একটি ঘটনা ঘটেছে। তবে বিষয়টি পুলিশ তদন্ত করছে।
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post