Print Date & Time : 14 March 2025 Friday 9:25 pm

মেহেরপুর-২ (গাংনী) আসনে নৌকার মনোনয়ন পেলেন ডা. সাগর

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এ.এস.এম. নাজমুল হক সাগর। 

তার এই আসনের বর্তমান সংসদ সদস্য গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

এর আগে শনিবার (২৫ নভেম্বর) চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রস্তুত করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। 

আজ রবিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ  নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৬ নভেম্বর  ২০২৩