মেহেরপুর গাংনীতে ৭ কোটি ৩৬ লাখ ৭৬ হাজার ৪৩০ টাকার পাঁচটি প্রকল্প উদ্বোধন করেন মেহেরপুর-২ গাংনী
আসনের সাংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বৃহস্পতিবার সারাদিন বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন।
প্রকল্প গুলোর মধ্যে প্রকৌশলী অধিদপ্তর বাস্তবায়নে এক কোটি ৪৭ লাখ টকা ব্যয়ে এক তলা একাডেমিক ভবন, ২য়,৩য় ও ৪ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, জ্যতি মাধ্যমিক বিদ্যালয় , ২কোটি ৭৩ লাখ টকা ব্যয়ে ৪ তলা ভিত্তি বিশিষ্ট ৪ তলা একাডেমিক ভবন,এস কে এস মাধ্যমিক বিদ্যালয়, এবং ৮৫ লাখ টাকা ব্যয়েএক তলা একাডেমি ভবন, বাওটা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় , এলজিডির বাস্তবায়নে ১কোটি ৩৬ লাখ ৫২ হাজার ২৯০ টাকা ব্যয়ে,বাদিয়া পাড়া থেকে চেয়ারম্যানপাড়া হয়ে বামন্দী হাট পর্যন্ত এবং ৯৯লাখ ৪৯ হাজার ১৪০ টাকা ব্যয়ে তিরাইল হতে সিন্দুরকোটা সড়ক প্রশস্তকরণ
এসময় উপস্থিত ছিলেন, জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদা খাতুন,এস কে এস মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জামান উদ্দিন, বাওট আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান সংগ্রাম, মেহেরপুর শিক্ষা সরকারি প্রকৌশলী হাবিবুর রহমান, সাহারবাটি ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমানসহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১২ অক্টোবর ২০২৩

Discussion about this post