Print Date & Time : 23 August 2025 Saturday 9:18 pm

মোবাইল কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি: মোবাইল কিনে না দেওয়ায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দীপা ওঝা (১৭)নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

আজ সোমবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা গ্ৰামে এঘটনা ঘটে।

দীপা ওঝা স্থানীয় কাজী মন্টু কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও কোণের ভিটা গ্রামের দিলীপ ওঝার কন্যা।

কোটালীপাড়া থানার এসআই আমিনুল ইসলাম বলেন, গত ৩দিন আগে দীপা ওঝা তার বাবাকে একটি মোবাইল ফোন কিনে দিতে বলে। দীপার পিতা দীলিপ ওঝা ফোনটি কিনে না দেওয়ায় আজ সোমবার দীপা ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে।