Print Date & Time : 4 July 2025 Friday 3:27 pm

মোবাইল সার্ভিসিং ও এক্সেসরিজ এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে মোবাইল সার্ভিসিং ও এক্সেসরিজ এসোসিয়েশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বেরা করা হয়।

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে শহরের জোহান ড্রীম ভ্যালী পার্ক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইসমাইল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বেস্ট টেলিকমের সিও আব্দুল গণি পাটোয়ারি, ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, ঝিনাইদহে মোবাইল সার্ভিসিং ও এক্সেসরিজ এসোসিয়েশন জেলা শাখার সহ-সভাপতি এম ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দীন, সাংগঠনিক সম্পাদক তৌহিদ ইসলাম প্রমুখ। সেসময় বক্তারা, মোবাইল সার্ভিসিং করতে আসা গ্রাহকদের সাথে সদাচারণের মাধ্যমে সেবা দিতে সকল সদস্যদের প্রতি আহ্বান জানান।