Print Date & Time : 24 August 2025 Sunday 11:39 pm

মৌলভীবাজারে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ন সংলগ্ন মৌলভীবাজার- সিলেট সড়কের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৯টায় উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় মৌলভীবাজার সিলেট সড়কের পাশে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, এখন পর্যন্ত লাশের নাম পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য কদর আলী জানান- নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//