Print Date & Time : 9 July 2025 Wednesday 4:35 pm

মৌলভীবাজারে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি॥ ”অধিক বৃক্ষ,অধিক সম¦ৃদ্ধি,হতে হবে সোচ্চার,সাগরের উচ্চতা বাড়ানো না আর,শতকোটি জনের অপর স্বপ্ন,একটি বিশ^ করি না নি:স্ব’এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে ১৭তম এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে

গতকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দিবসটি পালন উপলক্ষ্যে মৌলভীবাজার জেলায় কর্মরত এনজিও ফাউন্ডেশনের ১৩টি সহযোগী সংস্থা বিভিন্ন কর্মসুচি গ্রহন করে।

কর্মসুচির মধ্যে ছিল আলেচনা সভা, কোভিড-১৯প্রতিরোধে মাস্ক বিতরণ ও কেক কাটা, ইত্যাদি।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান দিবসটি পালন উপলেক্ষে কেক কেটে দিবসের শুভ সুচনা করেন।

মৌলভীবাজার জাতীয় মহিলা সংস্থার বেগম আইভি রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পলিসি ফোরামে সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং শামছুজ্জামান সেলিম এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সভায় বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেজিয়া রহমান, পৌর মহিলা কাউন্সিলর নাজমা বেগম, এনজিও প্রতিনিধি মো: সাজ্জাদুর রহমান, আহসানউল্লাহ টিপু, মিজানুর রহমান, জগদীস দত্ত, এম,এ,এইচ শাহীন, আজাদুর রহমান।