তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছেলের কুড়ালের আঘাতে মামুন মিয়া (৬১) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
গতকাল রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার পর মামুনের ছেলে অভিযুক্ত নোমান হোসেন (৩০) পালিয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মামুনের সাথে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথা চলছিলো। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করে। এতে নোমানের পিতা মামুন মিয়ার অস্বীকৃতি ছিলো। বিষয়টি নিয়ে রোববার রাতে মামুন মিয়ার সাথে তার ছেলে নোমানের কথা-কাটাকাটি ও বাকবিতন্ডার সৃষ্টি হয়।
একপর্যায়ে ঘরের কাজে ব্যবহৃত কুড়াল দিয়ে পিতার গলার পাশে আঘাত করেন নোমান। এতেই মামুন মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুন মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম জানান, অভিযুক্ত ছেলে নোমান হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Discussion about this post