Print Date & Time : 10 May 2025 Saturday 7:50 am

মৌলভীবাজারে তারুণ্যের উৎসব পালিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষ্যে জেলা পর্যায়ে আন্ত:স্কুল ও আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সরকারী উচ্চ বিদ্যালয়ের এম সাইফুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তাসহ উপজেলা কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এবং অন্যান্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তাসহ কর্মচারীবৃন্দ, বিভিন্ন বিদ্যালয় হতে আগত শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, উক্ত আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বড়লেখার “রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল। আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কমলগঞ্জের শমশেরনগরের “বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ।

আগামী ২৫শে ও ৩০শে জানুয়ারি অনুষ্ঠিত হবে বিভাগীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় উক্ত দুইটি প্রতিষ্ঠান অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করে।