Print Date & Time : 13 September 2025 Saturday 8:45 am

মৌলভীবাজারে দুর্বৃত্তদের হাতে ঠিকাদার খুন

মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ঠিকাদার সিরাজুল ইসলাম সাইফুল (২৮)কে খুন করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার ছিকরাইল গ্রামের জয়নাল মিয়ার বাড়ি থেকে ঠিকাদারের মৃতদেহ উদ্ধার করা হয়।

ঠিকাদার সিরাজুল ইসলাম সাইফুল রাজনগর উপজেলার মালিকোনা গ্রামের চুনু মিয়ার ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, জয়নাল মিয়ার বাড়িতে একটি ঘরের কাজের ঠিকাদারি নিয়েছিলেন সিরাজুল ইসলাম সিরাজ এর সুবাধে একটি ঘরে আরও ৪ জনকে নিয়ে থাকতেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) জয়নাল মিয়ার ছেলে মাহিন কাজ দেখতে গেলে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। পরে ঘরের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করেই সিরাজুলের মৃতদেহ দেহ পড়ে থাকতে দেখে।
পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মো. হারুনূর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ/