মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করলো সদর উপজেলার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মোবাশি^রা সরকার আইরিন। যে সব পদে নারীর অংশগ্রহন কম সে সব পদে কন্যাশিশুদেরকে আগ্রহী করে তোলার লক্ষ্যে বিশ^ব্যাপী গার্লস টেকওভার কর্মসূচি নেওয়া হয়েছে।
গতকাল রবিবার (১০অক্টোবর) ন্যশনাল চিল্ডেন টাস্কফোর্স মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধনের পদে ১ ঘন্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করে স্কুল ছাত্রী মোবাশি^রা সরকার আইরিন। কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য ন্যশনাল চিল্ডেন টাস্ক ফোর্স এই আয়োজন করে।
প্রতীকী দায়িত্ব পালনকালে ন্যশনাল চিল্ডেন টাস্ক ফোর্স এর জেলা শাখার সাধারন সম্পাদক মনি রায়,শিশু গবেষক তানিয়া আক্তার,ভলান্টিয়ার সমরিতা পাল ঐশীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের ৬৪ জেলার মধ্যে ৪০টি জেলায় এ কার্যক্রম চলছে। দায়িত্ব গ্রহন করার পর মোবাশি^রা সরকার আইরিন জানান, আমি নিজেই একজন শিশু,কিন্তু আমি এত বড় একটি দায়িত্ব পেয়েছি সেজন্য গর্ববোধ করছি। শিশু নির্যাতন,বাল্য বিবাহ ও নারী নির্যাতনের মতো ঘটনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন স্কুল ছাত্রী আইরিন। এই দিন তার জীবনে স্বরনীয় হয়ে থাকবে বলে ও তিনি জানান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন বলেন,আমরা জানি যে আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। সুতরাং তারা যখন এ রকম একটা দায়িত্বশীল পদে থেকে দায়িত্বশীল পদে অধিষ্ঠিত হওয়ার চিন্তাটা তাদের মাথায় আসে,তখন দেশের প্রতি তাদের যে কর্তব্য যেটা সে নিজে থেকে করতে চায় এবং সেই জিনিসগুলো তাদের মাথায় কাজ করে। তিনি আরো বলেন, আইরিনের সুন্দর চিন্তা ভবিষ্যতে সফল হোক। সে যেন অনেক বড় জায়গায় যেতে পারে এবং তার যে চিন্তা ও স্বপ্ন সেটা যেন বাস্তবে রূপ দিতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন।
প্রিন্ট করুন
Discussion about this post