মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুন) সকাল সাড়ে এগারোটায় মৌলভীবাজারের বেঙ্গল কনভেনশন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার মেয়র ফজলুর রহমান। দিনব্যাপী কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক (গবেষণা ও সক্ষমতা বিকাশ) ও উপ-প্রকল্প পরিচালক শামীমা নাসরীন, গভর্নেন্স ইনোভেশন ইউনিটের পরিচালক (উদ্ভাবন) মোহাম্মদ কামরুল হাসান, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন।
আর//দৈনিক দেশতথ্য//১৩ জুন-২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post