Print Date & Time : 24 August 2025 Sunday 11:18 pm

মৌলভীবাজারে বজ্রপাতে একজনের মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে সমুজ মিয়া (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ই মে) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সমুজ মিয়া বাড়ির পাশে দুপুরে মাছ ধরতে গিয়েছিল। তখন হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, সমুজ মিয়া বাড়ির পাশে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//