মৌলভীবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানপন্থী নেতাকর্মীরা।
রোববার (৫ নভেম্বর) সকালে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাঁদনীঘাট থেকে ইসলামপুর এলাকা পর্যন্ত সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিল শেষে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন তারা।
মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান এর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও অবরোধে কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ-সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, জেলা বিএনপির অর্থ-সম্পাদক পৌর বিএনপি সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদল নেতা সেলিম সালাউদ্দিন, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আহমেদ আহাদ, জেলা ছাত্রদল সভাপতি রুবেল মিয়া, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনায়েম কবির, যুগ্ম-আহ্বায়ক আব্দুল মুমিন, নরুল ইসলাম, সহ-সভাপতি ইসহাক আহমদ রাহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরী, সহ-সাংগঠনিক আলামীন হোসেন প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post