Print Date & Time : 27 August 2025 Wednesday 5:24 am

মৌলভীবাজারে বিদ্যুতপৃষ্টে তরুণের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুতপৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।

জানা যায়, নিহত রিফাত আহমদ (১৫) উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

প্রতিদিনের ন্যায় শুক্রবার(২২ ডিসেম্বর) রাতে সাড়ে ৯ টার দিকে বাড়ির পাশে দক্ষিণ সাগরনাল মাঠে ব্যাডমিন্টন খেলতে যায়। এ সময় পল্লী বিদ্যুতের মূল খুঁটি থেকে বিদ্যুতের তারের সংযোগ দিতে গেলে হাতে বিদ্যুৎস্পর্শে সে আঘাত প্রাপ্ত হয়।

এরপর সহপাঠীরা তাকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের বরাত দিয়ে তার চাচা ফুলতলা বাজারের ব্যবসায়ী ইউসুফ উদ্দিন জানান,সে লেখাপড়া বাদ দেওয়ার পর বৈদ্যুতিক সংযোগের মিস্ত্রি হিসেবে কাজ করে। সন্ধ্যার পর তার সহপাঠীদের নিয়ে খেলা করে। এ সময় খুঁটিতে তারের সংযোগ দিতে গিয়ে মারা যায়।

জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//