Print Date & Time : 26 August 2025 Tuesday 2:37 am

মৌলভীবাজারে যুবকের মরদেহ উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার থেকে সুমন তালুকদার (৪৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

গতকাল শনিবার (১লা জুন) রাত ৮টার দিকে পৌর শহরের টিবি হাসপাতাল সড়কের ভাড়া বাসা নাজরীন ভিলার ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সুমন তালুকদার দীর্ঘদিন এখানে ভাড়া থাকতেন। গত তিন থেকে চারদিন ধরে এলাকার মানুষ তাকে দেখতে না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। মৃতদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//