মৌলভীবাজার প্রতিনিধি॥ মৌলভীবাজার-রাজনগর সড়কে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র রাজ আহমদ (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাব্বির আহমদ (২৪) আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১২অক্টোবর) দুপুরে রাজনগর উপজেলার কদমহাটা এলাকায় এই ঘটনাটি ঘটে। রাজ আহমদ মৌলভীবাজার সদর উপজেলা আমতৈল ইউনিয়নের অলুয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। রাজ মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় রাজ ও সাব্বির মৌলভীবাজার থেকে রাজনগর যাওয়ার পথে কদমহাটা এলাকায় একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মটর সাইকেলের পিছনে থাকা রাজ ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাব্বির গুরুত্বর আহত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হন। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম মৌলভীবাজার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রিন্ট করুন
Discussion about this post