মৌলভীবাজারের জুড়ীতে জেলা জামায়াতের নায়েবে আমির ও জুড়ী উপজেলার জামায়াতের সাবেক আমির আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শনিবার (২৮ অক্টোবর) রাত দেড়টার দিকে জুড়ী শহর থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, গত ৬ অক্টোবর জুড়ী থানায় করা পুলিশি কাজে বাঁধা দেওয়া, বেআইনি কাজ ও হত্যার উদ্দেশ্য আঘাত করা মামলায় ৯ নম্বর আসামি ছিলেন তিনি। গত ৫ অক্টোবর তত্বাবধায়ক সরকারের দাবিতে জুড়ীতে মিছিল করে জামায়াতে ইসলামী।
মিছিল থেকে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাঁধা দেওয়া ও হত্যার উদ্দেশ্যে পুলিশের উপর আক্রমনের অভিযোগে জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল বাদী হয়ে ২৮ জনের নামোল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হবে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ অক্টোবর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post