দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মৎস্যচাষীদের মাঝে মৎস্য উৎপাদন উপকরণ বা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন এলাকার ৬টি পুুকুরের সুফলভোগীদের মাঝে ১৫কেজি করে মৎস্য উৎপাদন উপকরণ বা সামগ্রী বিতরণ করা হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে মৎস্য উৎপাদন উপকরণ বা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব ও দৌলতপুর মৎস্য কর্মকর্তা খোন্দকার সহিদুর রহমান।
প্রিন্ট করুন
Discussion about this post