Print Date & Time : 12 September 2025 Friday 11:14 pm

ময়মনসিংহ থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় একটি কারখানা থেকে আফাজ উদ্দিন শেখ (৫০) নামে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার রাতে উপজেলার পাড়াগাঁও বড়চালা এলাকার ফুজিয়ান ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার পাড়াগাঁও নলুয়াকুড়ি গ্রামের মৃত পুকাই শেখের ছেলে আফাজ উদ্দিন শেখ ফুজিয়ান ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কারখানার গুদামে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করতেন। বুধবার দুপুর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে ওই কারখানার গুদামের একটি গর্তের পানিতে তাঁর লাশ ভাসতে দেখেন আরেক নিরাপত্তাকর্মী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিবস্ত্র অবস্থায় লাশটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খান বলেন, ওই কারখানার গুদামে আফাজ উদ্দিন নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, রাতেই আফাজ উদ্দিনের লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।

দৈনিক দেশতথ্য//এইচ//