ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক দুইবারের নির্বাচিত এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো বিজয়ী হলেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) রাতে এই ফলাফল জানান নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল।
নৌকা প্রতীক নিয়ে আব্দুস সালাম পেয়েছেন ৮২ হাজার ৩৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক দুইবারের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ঈগল প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ১০০ ভোট। এর আগে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে টানা দুইবার এমপি নির্বাচিত হন। এ আসনে মোট ভোটার ৩৫৭৫১৭ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন
Discussion about this post