চরঙ্গী মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর নেতৃত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল (২৪জুলাই) সোমবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত ওই সমাবেশে এমপি সেলিম আলতাফ জর্জ বলেন, আগামী নির্বাচন কে’ উপলক্ষ করে দেশ-বিদেশে ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে। সেই ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আবারো ১৫ আগষ্ট বা ২১ আগষ্ট এর মতো জঘন্য ঘটনা, ঘটানোর চেষ্টা চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এই অঞ্চলের আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
অশ্রুসিদ্ধ কন্ঠে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে যাই বলে বলুক। আমি চায় তাদের মুখের কথা তাদের কাছেই থাকুক। আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারের উন্নয়নের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার জন্য সকলকে কাজ করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আজিজুল হক আজিজ। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম। কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামসুজ্জামান অরুণ। খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আক্তার। কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক। উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন। সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দীপ। সমাবেশে ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৪,২০২৩//
প্রিন্ট করুন
Discussion about this post