Print Date & Time : 24 August 2025 Sunday 4:30 am

যশোরের সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুসের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি (যশোর): যশোরের প্রবীণ সাংবাদিক ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাংগঠনিক সম্পাদক মোস্তফা রুহুল কুদ্দুস ( ৬৭) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি এক ছেলে ও তিন মেয়ের জনক। স্ত্রী আনোয়ারা খাতুন একটি স্কুলের শিক্ষিকা।

মোস্তফা রুহুল কুদ্দুস ১৯৬৩ সালে যশোর জেলার মনিরামপুর উপজেলার গালদা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে যশোর শহরের বারান্দী মোল্লা পাড়ার স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম শামসুর রহমান বিশ্বাস। মাতা খোদেজা খাতুন। ১৯৮৩ সালে ফাজিল শ্রেণীতে অধ্যয়নকালে দৈনিক স্ফুলিঙ্গের ঝিকরগাছা সংবাদদাতা হিসেবে মোস্তফা রুহুল কুদ্দুসের সাংবাদিকতার হাতেখড়ি। এরপর তিনি যশোরের দৈনিক ঠিকানা, দৈনিক কল্যাণ, দৈনিক রানার, খুলনার দৈনিক পূর্বাঞ্চল, ঢাকার ইউএনবিসহ বিভিন্ন পত্রিকা ও সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করেছেন। দৈনিক লোকসমাজের চীফ রিপোর্টার পদে কর্মরত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//