যশোরে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যশোরের ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ভরসা, মোঃ শামীম হোসেন ও মোঃ আকাশ ।ডিবি পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷
পুলিশ সূত্র জানায়, যশোর সদরের বড়বিলকান্দা মাঠে ইমরান হোসেন নামে এক ইজিবাইক চালককে গলায় চাকু ঠেকিয়ে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় তিনজন ছিনতাইকারী। পরে স্থানীয় লোকজন ইমরানকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভূগী এ ঘটনায় বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। পরেয ডিবি পুলিশের অভিযানে কালীগঞ্জের সাতগাছিয়া থেকে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত ইজিবাইক, চাকু, রক্তাক্ত সেন্ডেল, ছেড়া গামছা ও কাপড়ের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে।
অপর দিকে র্যাবের অভিযানে বিদেশি মদসহ দুই মাদক কারকারী ধরা পড়েছে। র্যাব-৬ যশোরের কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযানে মো. মুনতাসির কবিরের ভাড়া বাসা থেকে ৩৬ বোতল বিদেশি মদ সহ কৌশিক কর্মকার (২৪) ও সজিব সোম (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে যশোর এলাকায় বিদেশি মদ বিক্রি করে আসছিল।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post