Print Date & Time : 24 August 2025 Sunday 6:31 pm

যশোরে অস্ত্রসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক:
যশোর সদর ও ঝিকরগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

লাউজানি রয়েল স্বমিল ও সদরের রাসেল চত্ত্বরের সামনে থেকে তাদের আটক করা হয়।এ সময় তাদের ব্যবহৃত জিপ গাড়ি জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- পিরোজপুর সদরের নরখালী গ্রামের রাজিব শেখ , বাগেরহাটের রামপাল উপজেলার সায়রাবাদ গ্রামের জিলান শেখ ও খুলনার খানজাহান আলী থানার জগিপুর গ্রামের মেহেদী হাসান।

ডিবি সূত্র জানায়, গোপন খবর পেয়ে সেখানে তল্লাসি বসায়। এসআই মুরাদ হোসেন ও এসআই শাহিনুর রহমান, এসআই রইচ আহমেদ, এসআই খান মাইদুল ইসলাম ও এসআই হরষিত রায় জীপ গাড়িটি আসতে দেখে থামানোর সিগন্যাল দেয়। পরে তাদের কাছ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

যশোর ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে শুক্রবার বিকালে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
আটককৃত আসামীরা হলেন, চারখাম্বা মোড় রাসেল চত্বর এলাকার দিলিপ নায়েকের ছেলে অনিন্দ্র নায়েক দেবা ও বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার মনিরুল শেখের ছেলে শাহরিয়া ইসলাম রনি।

এসময় থাদের কাছ থেকে একটি বার্মিজ টিপ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি তলোয়ার, দুটি হাসুয়া দা, একটি জিআই পাইপ এবং একটি হকস্টিক জব্দ করা হয়।আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরিসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রযেছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক দেশতথ্য//এইচ//