৪০০পিচ ইয়াবাসহ যশোরে ডিবির কাছে আটক হয়েছে তিন মাদক কারবারী ৷
গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের পূর্ববারান্দিপাড়ার তরিকুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম রাজন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দয়াপুর গ্রামের আমজাদ আলী মন্ডলের ছেলে অলিয়ার রহমান ও বরগুনা জেলার আমতলী উপজেলার চকরগাছি গ্রামের হালিম হাওলাদারের মেয়ে সুমি আক্তার।
ডিবির সূত্র জানিয়েছে, স্পেশাল টিম ফতেপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে অভিযান চালিয়ে একটি ভাড়া বাড়িথেকে তাদেরকে আটক করে।
পরে ওই ঘর থেকেই ৪শ’ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে ওই ভাড়া বাড়িতে অবস্থান করে যশোরের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট।
এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post