যশোরের মণিরামপুর উপজেলার কৃষ্ণবটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে ঈগল প্রতীকের দুই কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকেই তারা ঈগল প্রতীকের পক্ষে কেন্দ্রের সামনে কাজ করছিলেন। হঠাৎ করেই একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এদের মধ্যে সাধন মেম্বারের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। ভোট কেনন্দ্রের সামনে এমন ঘটনা ঘটায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
অনিয়ম, কারচুপি ও নৌকার এজেন্টদের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন যশোর-১ শার্শা আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন। তিনি ট্রাক প্রতীকে নির্বাচন করছিলেন।
রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোলে তার নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তার, অনিয়ম ও ৫৫টি ভোটকেন্দ্র দখলের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি
বেনাপোল মহিলা সিনিয়র মাদ্রাসা ভোটকেন্দ্রে ছুরিকাঘাতে নৌকার সমর্থক জুয়েল (২৩), শাওন (৩০), উজ্জল (৩২), আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে কেন্দ্রের পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। রোববার সকাল সাড়ে নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে বুরস বাগান স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হয়েছে।
যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে দুটি ও ঘোপ জেল রোড বিএড কলেজ ভোট কেন্দ্রে সহ অনন্ত ১২টি স্থানে ককটেল বিস্ফোরণ খবর পাওয়া গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।শংকরপুর কেন্দ্রে দায়িত্বরত সংশ্লিষ্টরা জানান, এদিন বিকালে তারা কেন্দ্রে আসেন। ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় কাজকর্ম শেষে তারা কেন্দ্রের ভেতরে ছিলেন। এ সময় আনসার ও পুলিশ সদস্যরা কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন। আকস্মিক পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। বোমার বিকট শব্দে তারা আঁতকে ওঠেন।
যশোর জেলায় ভোটারদের উপস্থিতি সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা উপস্থিতি বাড়লেও তা সন্তোষজনক ছিল না।যশোর জেলায় মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৪০ হাজার ২২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৬০ হাজার ৭৫৩ জন এবং মহিলা ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৫ জন।
ভোটারদের উপস্থিতি কম থাকার কারণ হিসেবে অনেকে বলছেন, এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই। আওয়ামী লীগ প্রার্থীদের জয় নিশ্চিত বলে অনেকে মনে করছেন। তাই ভোটারদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ কম।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post