Print Date & Time : 21 August 2025 Thursday 6:38 pm

যশোরে জামায়াতের পল্টন ট্রাজেডি দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, যশোর :বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোরের উদ্যোগে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।

জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম রসুল বলেন, ২০০৬ সালে আজকের এই দিনে আওয়ামী লীগ জামায়াতের নেতাকর্মীদের প্রকাশ্যে পল্টনে পিটিয়ে হত্যা করে লাশের উপর উল্লাস করে।
দীর্ঘ বছর পর সেই সন্ত্রাসী ছাত্রলীগকে স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ করে সরকার এদেশের মানুষের বহুদিননের আকাঙ্ক্ষা পূরণ করেছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর সাংগঠনিক জেলার সেক্রেটারি গোলাম কুদ্দুস, নায়েবে আমীর বেলাল হুসাইন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, অধ্যাপক শামসুজ্জামান, জেলা শুরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, অধ্যাপক আবুল হাশেম রেজা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর সাংগঠনিক জেলার সভাপতি মোস্তফা কামাল।
অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র ও সঙ্গীত পরিবেশন করা হয়।