নিজস্ব প্রতিনিধি যশোর : যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় ত্রিমুখী সংঘর্ষে, ইজিবাইক আরোহী একজন নিহত হয়েছেন।
এঘটনায় দুই মটরসাইকেল আরোহী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহত ইজিবাইক আরোহী মোঃ নাজমুল মোল্লা (৩৮) অভয়নগর উপজেলার শংকরপাশা গ্ৰামের মৃত নাসির মোল্লার ছেলে।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামান জানান, বসুন্দিয়া মোড় টু বসুন্দিয়া বাজারে যেতে, বালির গর্ত নামক স্থানে, ইজিবাইক, ভ্যান ও মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post